দেশ আজকাল ডেস্ক:
৩০ জানুয়ারি ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ফেব্রুয়ারিতেই অবরোধ ও ‘কঠোর’ হরতাল ডেকেছে আওয়ামী লীগ

অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ ও ‘অপশাসন-নির্যাতনের প্রতিবাদে আগামী ১৬ই ফেব্রুয়ারি ও ১৮ই ফেব্রুয়ারি হরতালের ডাক দিয়েছে আওয়ামী লীগ।

মঙ্গলবার রাতে দলটির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

এতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে এবং হরতাল-অবরোধ কর্মসূচি বাস্তবায়নে পহেলা ফেব্রুয়ারি থেকেই মাঠে নামার ঘোষণা দিয়েছে দলটি।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী পহেলা ফেব্রুয়ারি শনিবার থেকে ৫ই ফেব্রুয়ারি বুধবার পর্যন্ত দাবির লিফলেট বা প্রচারপত্র বিলি করবে দলটি।

ছয়ই ফেব্রুয়ারি, বৃহস্পতিবার দেশে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। ১০ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

আর ১৬ই ফেব্রুয়ারি রোববার অবরোধ এবং ১৮ই ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক ‘কঠোর’ হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ অন্যান্যদের বিরুদ্ধে হত্যা মামলাসহ অন্যান্য মামলা প্রত্যাহার এবং ‘প্রহসনমূলক বিচার’ বন্ধেরও দাবি জানানো হয়।

এই প্রেস বিজ্ঞপ্তিতে শেখ হাসিনাকে ‘প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করেছে ক্ষমতাচ্যুত দলটি।

ক্ষমতাচ্যুত এই দলের পক্ষ থেকে এর আগে গত ১০ই নভেম্বর রাস্তায় নামার ঘোষণা দিয়েও নামতে পারেনি আওয়ামী লীগ।

এমন অবস্থার মধ্যেই মঙ্গল হরতাল, অবরোধ, সমাবেশ ও বিক্ষোভের ডাক দিলো আওয়ামী লীগ।

যদিও ৫ই অগাস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বাংলাদেশের কোথাও দলটির সক্রিয় কোন কর্মকাণ্ড দেখা যায়নি। দলটির বেশিরভাগ শীর্ষ নেতাই দেশের বাইরে, পলাতক অথবা কারাগারে রয়েছেন। গণআন্দোলনের মুখে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা পালিয়ে ভারতে যাওয়ার পর থেকে সেখানেই রয়েছেন।

এদিকে জুলাই আন্দোলনে নেতৃত্বদানকারীগণ আওয়ামীলীগের এই কর্মসূচিকে ধৃষ্টতাপূর্ণ আচরন হিসেবে উল্লেখ করেছেন। তাদের কেউ কেউ মনে করেন, আন্দোলন পরবর্তী সময়ে আওয়ামীলীগের প্রতি সরকারের নমনীয় ভাবের কারনেই তারা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে। যেকোনোভাবেই হোক এদেরকে রুখে দিতেই হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি জন্য দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন

আলুর বাম্পার ফলনে দাম কমে যাওয়ায় কৃষকের মাথায় হাত!

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত

কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ‘সদস্য’ মনোনীত হয়েছেন লালমাইয়ের সাদ্দাম

কক্সবাজারের পেকুয়া উপজেলা ভূমি অফিসের নাজির ও নাইটগার্ড দুর্নীতি

কাউকে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না: প্রধান উপদেষ্টা

রাতের ভোটের কুশীলবরা কে কোথায়?

সরকারি চাকুরেরা আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা’

মার্কিন সহায়তা বন্ধের আদেশে বাংলাদেশে কী প্রভাব পড়বে?

ধর্মভিত্তিক দলগুলোকে নিয়ে বিএনপি ও জামায়াতের রশি টানাটানি কেন

১০

ফেব্রুয়ারিতেই অবরোধ ও ‘কঠোর’ হরতাল ডেকেছে আওয়ামী লীগ

১১

‘আগামী জানুয়ারিতে ঢাকার ১০টি রাস্তাকে হর্নমুক্ত ঘোষণা করা হবে’

১২

শেখ হাসিনা আর রাজনীতি করার জন্য দেশে ফিরতে পারবে না: নাহিদ ইসলাম

১৩

ইয়াহিয়া সিনওয়ারকে যেভাবে ইসরায়েল খুঁজে বের করে হত্যা করেছে

১৪

ময়মনসিংহে মৌমাছির কামড়ে নিহত ৩

১৫

অক্টোবরে তিন পার্বত্য জেলায় ভ্রমণ না করার জন্য পর্যটকদের প্রতি অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রশাসন।

১৬

ডজনে ডিমের দাম বাড়লো ১০ থেকে ২০ টাকা, কারণ কী?

১৭

ইরান-ইসরায়েল সংঘাত কোনদিকে যাচ্ছে?

১৮

গুপ্তচর সংস্থা ‘র’ যেভাবে কাজ করে বহির্বিশ্বে

১৯

বাংলাদেশের আন্তর্জাতিক আদালতে হাসিনার বিচার

২০